আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনায় পৃথক দুটি অভিযানে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ১৮ মে শনিবার পলাশবাড়ী সদর ইউনিয়নের গৃধারীপুর গ্রামে অভিযান মৃত সুরেন মহন্তের ছেলে মাদক ব্যবসায়ী নিরু মহন্ত (৪২) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
দ্বিতীয় অভিযানে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম একই দিন ৫নং মহদীপুর ইউনিয়নের ফরকান্দাপুর গ্রামের অভিযান চালিয়ে এগ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী জাফরুল হাসান @ জাবেদ(৩৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গ্রেফতারের পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। এরপর গ্রেফতাকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম