গাইবান্ধায় ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী জামিরুল কে গ্রেফতার করেছে পুলিশ

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর থানা পুলিশের ইন্সেপেক্টর অপারেশ সিরাজুল , এস আই নওশাদ , এস আই জহুরুল সহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ১৩ মে সোমবার সাহাপাড়া ইউনিয়ন হতে জামিরুল কে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত জামিরুলের বিরুদ্ধে ৫ পাচটি ওয়ারেন্ট তামিলের অপেক্ষায় মুলতবি ছিল।
গ্রেফতারকৃত ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী জামিরুল ইসলাম সদর থানার ভাজনে খামার গ্রামের মধু মিয়ার ছেলে।
এখবর নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিক্তিতে ডাকাতি ও হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক জামিরুল কে গ্রেফতার করা হয়েছে।
