প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০১৯, ৯:৫৫ পি.এম
যশোরের শার্শায় ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক -২

শাহারিয়ার হুসাইন,
শার্শা উপজেলা প্রতিনিধি:
........................................
যশোরের শার্শায় ৫ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকালে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস আই মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, শার্শার বড় মান্দারতলায় শেখ সাত্তারের ছেলে ইবাদুল হোসেন এর দোকানের সামনে পাকা রাস্তার উপর গাঁজা নিয়ে অপেক্ষা করছে । সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দৌড়ে পালানোর সময় উত্তর শার্শার বড় মান্দারতলা কলোনী গ্রামের আফতাফ উদ্দিন গাজীর ছেলে আলী আকবর (৩৭) মোখলেছুর রহমানের ছেলে জহুর আলী (২৯) কে আটক করা হয়।
এ সময় বেনাপোর পোর্ট থানার কাগমারী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আলাউদ্দিন(২৮) তার হাতে থাকা গাঁজার ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধাকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে শার্শা থানায় মামলা দেওয়া হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম