প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২২, ৮:১২ পি.এম
ভূঞাপুরে অবৈধ চায়না জাল ধ্বংস

আজ বুধবার (২২ জুন) দুপুরে ভূঞাপুুর নৌ-পুলিশ ফাঁড়ির সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।
জানা গেছে, যমুনা নদী থেকে অবৈধ চায়না জাল বা ডারকি জাল কিনে ফাঁদ পেতে দেশীও মাছ শিকার করছে স্থানীয় লোকজন। এ অভিযানে অবৈধ ২২ টি চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। জব্দকৃত চায়না জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। তবে অভিযান পরিচালনার সময় কাউকে আটক করা যায়নি বলে জানান উপজেলা মৎস্য বিভাগ।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এটিম শামসুজ্জামান জানান, আমাদের বিশেষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় আমরা ২২টি চায়না জব্দ করি। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। কিন্তু নদীতে যারা জাল পাতে, তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়নি। তারা পালিয়ে গেছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম