ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৩

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে যমুনা নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করেছে ভূঞাপুর নৌ-পুলিশ।
আজ শনিবার (১১ জুন) দুপরে ভূঞাপুুর নৌ পুলিশ ফাঁড়ির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে অত্র উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভূঞাপুর নৌ-পুলিশ ফাঁড়ির সঙ্গীয় ফোর্সও উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন- অত্র উপজেলার মেঘার পটল গ্রামের মৃত আরজু জোদ্দারের ছেলে জহিরুল ইসলাম (৩০), একই গ্রামের আকবর সর্দারের ছেলে মোঃ লিটন (৩০) এবং গাবসারার লালচান বেপারীর ছেলে হাসমত (২৬)।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে কিছু অসাধু ব্যবসায়ীরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে সরকারি জলজ সম্পদ বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলনের পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে কোন অনুমতি ছাড়া সরকারি জায়গায় এই বালু রেখে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনে ও বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতির কোন বৈধ কাগজ পত্র না থাকায় তাদের তিন জনকে ভূঞাপুরের কুঠির বয়ড়া এলাকা থেকে আটক করা হয়।
এ ব্যাপারে ভূঞাপুর নৌ-পুলিশ ফাঁড়ির সিনিয়র সহকারী পুলিশ সুপার ইসমাইল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী সরকারি জলজ সম্পদ চুরি করে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোন অনুমতি ছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় যমুনা নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এ তথ্যের ভিত্তিতে অত্র উপজেলার কুঠি বয়ড়া এলাকায় নদীতে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করা হয়। তাদের কাছে বালু উত্তোলনের কোন বৈধ কাগজপত্র না থাকায় তিন জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃতদের আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.