9:54 PM, 12 November, 2025

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষনের অভিযোগে মামলা : ধর্ষক গ্রেফতার

1570466160_rap-6
ঠাকুরগাঁওয়ের সালন্দরে এক কলেজছাত্রী (১৭) কে অপরহরণ ও ধর্ষনের অভিযোগ মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গতকাল বুধবার সদর উপজেলার সালন্দর শাহপাড়া গ্রামের মো: ফয়সাল আহম্মেদ (২১) একই গ্রামের ওই ছাত্রীকে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে জোরপূর্বক অপহরন করে। পরে একটি অটো চার্জারযোগে ওই ছাত্রীকে নিয়ে সদর উপজেলার কালিতলা বাজারে পৌছালে ছাত্রীর চিৎকারে বাজারের লোকজন এসে অটোচার্জারটিকে আটক করে। এ সময় অটো চার্জারে থাকা ফয়সাল ও অন্যান্যরা পালিয়ে যায়। বিষয়টি জানার পর ছাত্রীর বাবা মেয়েকে উদ্ধার করে বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, এর আগে গত ১ এপ্রিল ফয়সাল বাড়ির পাশ্ববর্তী জনৈক রমজান আলীর বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করে। মামলায় ফয়সাল ছাড়াও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করা হয়ে। সে ওই গ্রামের মিজানুর রহমান ছুটুর ছেলে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্ররন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *