আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল সহ দোলনা বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
আজ ৯ মে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শওকতের নেতৃত্ব গোবিন্দগঞ্জ চৌরাস্তাস্থ বনফুল হোটেলের সামনে হতে বগুড়া জেলার সোনাতলা উপজেলার নওদাবাগান নয়াপাড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী মাদক কারবারি দোলেনা বেগম (৩০) কে ৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। উলেখ্য যে আসামি দোলেনা শরীরে অভিনব কায়দায় ফেনসিডিল আটকিয়ে বহন করে বগুড়ায় নেয়ার পথে আটক করে পুলিশ।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলের মুল্য আনুমানিক ২৫ হাজার টাকা। উক্ত গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে পুর্বে আরোও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ফেন্সিডিল সহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম