টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে সুমন মিয়া (২৫) নামে একজন খুন হয়েছে।
আজ সোমবার (৯ মে) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বড় ভাইয়ের নাম আতোয়ার মিয়া (৫৫)। নিহত সুমন মিয়া সম্পর্কে তার সৎ ভাই। তাদের বাবার নাম কলিম উদ্দিন।
স্থানীয়রা জানান, জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিলো। সকালে আতোয়ার তার ছোট ভাই সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, জমি বিরোধের জের ধরে ছোট ভাই সুমনকে ফলা দিয়ে আঘাত করে বড় ভাই আতোয়ার মিয়া। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম