প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০১৯, ১১:১২ পি.এম
যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দু’জন আটক

শাহারিয়ার হুসাইন : যশোরের শার্শায় দু'টি পৃথক অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি সহ নাজমুল হোসেন শামীম (৩২) ও ১০০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সোহান (৩০) নামে দু'জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটককৃত নাজমুল হোসেন শামীম শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে ও সোহানুর রহমান সোহান একই উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নাভারন কাজির বেড় ও নাভারন হাসপাতালের সামনে দুটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় শামীমের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি এবং সোহান কে তল্লাশি করে ১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
এব্যাপারে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত শামীমের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাই এবং সোহানের বিরুদ্ধে মাদক ও ছিনতাই মামলা দিয়ে বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম