3:23 AM, 13 November, 2025

গোবিন্দগঞ্জে ৫ লাখ টাকার বিস্ফোরক দ্রব্য ও আতশবাজি পটকাসহ ২ জন আটক

bisforok

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তরফকামাল শিয়ালগাড়া এলাকার ঘোড়াঘাট রোডে সোমবার সন্ধ্যায় বগুড়াগামি একটি সিএনজি তল্লাশি করে ৫ লাখ টাকার অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে বগুড়ার নামাজগড় লেন সুলতানগঞ্জের চান মিয়ার ছেলে সেলিম সরকার ও একই জেলার কৈগাড়ি এলাকার আইনুল হকের ছেলে শফিকুল ইসলাম।
র‌্যাব-১৩ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট রোডে তরফকামাল শিয়ালগাড়া এলাকায় হিলি থেকে বগুড়াগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা তল­াশী চালিয়ে অবৈধ বিষ্ফোরক দ্রব্য আতশবাজি ও পটকাসহ ২ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫ লাখ টাকার ২৬৮ কেজি অবৈধ বিষ্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। উলে­খ্য, আটককৃত সেলিম সরকারের বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।