গত ২৭ মার্চ রবিবার বেড়া পৌর এলাকার আলহেরা নগর এলাকা হতে ইমরান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে বেড়া মডেল থানা পুলিশ। ২৮ মার্চ সোমবার ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে বেড়া মডেল থানা পুলিশ।নিহত ইমরান বেড়ার পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার করমজা মধ্য পাড়া গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস এর ছেলে।
নিহত ইমরানের বাবা আব্দুল কুদ্দুস বাদী হয়ে ২৮ মার্চ বেড়া থানায় অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব দিয়ে পাবনা বেড়া এলাকা ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালায় পুলিশ।
পরবর্তীতে এ ঘটনার সাথে সরাসরি জড়িত মোহাম্মদ আজাদুর রহমান নবীন (২৪) ও মোঃ আলাউদ্দিন (২০) দুই আসামিকে ২৮ মার্চ সোমবার গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। উভয়ই বেড়া পৌর স্যানাল পাড় এলাকার বাসিন্দা।
এর আগে ২০১৫ সালের আগস্ট মাসে ইমরান সহ আরো তিনজন আসামি নবীনের ভাই আরাফাত কে অপহরণ করার পর হত্যা করে। ওই হত্যা মামলায় নিহত ইমরান পাঁচ বছর পাবনার কিশোর সংশোধনাগারে ছিলেন এবং সাজা শেষ হওয়ার ৮/৯ মাস পূর্বে বের হয়ে আসে।
নিহত ইমরান হত্যা মামলার গ্রেফতারকৃতদের ২৯ মার্চ বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে, নিহত ইমরান তীর্যকভাবে মন্তব্য করেছিলেন 'কি করতে পারলি'। এই কথার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ২৬ মার্চ দিবাগত রাতে ছুরি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ইমরানের। পরবর্তীতে মৃতদেহটি বেড়া পৌর এলাকার আলহেরা নগর মাঠে ফেলে যায়। প্রতিশোধ এর জেরেই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটায় বলে জবানবন্দি দিয়েছেন আসামি নবীন।
গ্রেফতারকৃত আসামিদ্বয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করায় বিজ্ঞ আদালত কাঃ বিঃ ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন এবং জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম