টাঙ্গাইলে বিপুল পরিমাণ গজারি কাঠসহ আটক ২

টাঙ্গাইলে দুই ট্রাকে বহনকারী বিপুল পরিমাণ গজারি কাঠ সহ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। বুধবার (৩০ মার্চ) ভোরে সাগরদিঘী-হাটুভাঙ্গা গোড়াই সড়কের বোয়ালী ও কামালপুর এলাকায় টহলকালে গজারি কাঠ ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঘাটাইলের সাগরদিঘী গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে ট্রাক চালক মোঃ সেলিম ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আনুহাতি গ্রামের সিদ্দিকের ছেলে হেলপার মোঃ জুলহাস।টাঙ্গাইল সদর রেঞ্জার মোঃ এমরান আলী জানান, ভোর ৩টায় মির্জাপুর-কামালপুর সড়কের উয়ার্সী এলাকায় টহলকালে গজারি বল্লী ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৫-৪৯২৭) থামাতে বললে চালক ট্রাকটি না থামিয়ে চলে যায়।
পরে ওই ট্রাকে পিছু নিলে ট্রাকটি কামালপুর এলাকায় রাস্তার উপর রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ওই ট্রাক থেকে ২১০ টি গজারির বল্লী জব্দ করা হয়। এসব গজারি বল্লীর কোনো বৈধ কাগজপত্র ও কাঠের গায়ে কোনো বৈধ হাতুড়ীর চিহ্ন নেই। অপরদিকে ভোর ৬ টায় বোয়ালী এলাকায় অপর একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-২০-৮২৬৬) থামানোর সংকেত দেয়া হয়। ট্রাকটি না থামিয়ে চালক সামনের দিকে অগ্রসর হয়। পরে ট্রাকের পিছু নিয়ে ট্রাকটির গতি রোধ করে থামানো হয়।
পরে ওই ট্রাকে থাকা ৬৫ টুকরা গজারি কাঠের কোনো কাগজপত্র না থাকায় চালক ও হেলপারকে আটক করা হয়। এছাড়াও কাঠগুলো জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

Your article helped me a lot, is there any more related content? Thanks!