কালিহাতীতে স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে এক স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাহাত উপজেলার কোকডহরা ইউনিয়নের আগ বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের বড় ছেলে রাহাত (১৩)। সে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
বুধবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়ারা কাগুজীপাড়া চকের ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২ জনকে আটক করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাহাতকে মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাহাতকে সারা রাত সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে বুধবার ভোরে উপজেলার বানিয়ারা (কাগুজীপাড়া) চকের ডোবা থেকে রাহাতকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। কে বা কাহারা রাহাতকে গলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখে চলে যায়।
রাহাতের বাড়িতে গিয়ে দেখা যায়, শত শত নারী-পুরুষের ভিড়। ছেলেকে হারিয়ে পাগল প্রায় রাহাতের মা। তিনি বার বার মূর্ছা যাচ্ছেন।
রাহাতের বাবা শাহাদত হোসেন বলেন, যারা আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানাচ্ছি।
এ ঘটনায় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রাহাতকে গলা কেটে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে।
তিনি আরো জানান, রাহাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.