প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২২, ৮:০১ পি.এম
নারায়ণগঞ্জ এর বন্দরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, বাদীর দুই ভাই আটক
মোঃ অলিউর রহমান লিমন, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ এর বন্দরে গণধর্ষণ মামলার আসামি মো. রকিকে (২০) বাদী পরিবার পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যাকান্ডের ঘটনায় ২৩ মার্চ বুধবার সকালে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত বাস চালক মো. রকি (২০) বন্দরের চিড়ইপাড়া কলোনীর মৃত শাহাজউদ্দিনের ছেলে।
এদিকে বিনা বিচারে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে রাখেন এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে ১২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, শুক্রবার (১৮ মার্চ) রাতে বন্দর উপজেলা মুছাপুর ইউপির চিড়ইপাড়া কলোনীর মৃত শাহাজউদ্দিনের ছেলে মো. রকি ও তার চাচাতো ভাই শুকুর আলীর ছেলে আলমগীর দুই জনে মিলে পোশাকশ্রমিক এক কিশোরীকে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনায় রকি ও আলমগীরকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে ধর্ষিতা গার্মেন্টসকর্মী।
দুইজন পালিয়ে গেলে তাদের অবস্থান খবর পেয়ে বাদীর পরিবারের বুধবার বিকেলে দুই আসামিকে ধরে এনে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ রকিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয় তার।
এ ঘটনায় ভুক্তভোগীর দুই ভাই মো. শহিদুল ইসলাম ও সাইফুল ইসলামকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম