ভূঞাপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে প্রাণ গেল বৃদ্ধের!

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে শুক্কুর (৬০) নামে এক বৃদ্ধের হত্যার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (১লা মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী গ্রামের তছিম উদ্দিনের ছেলে মো. শুক্কুর।
স্থানীয়রা জানান, ঘাস কাটা নিয়ে বৃদ্ধ শুক্কুরের সঙ্গে প্রতিবেশী ছায়েদুল ইসলামের ছেলে নজরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে শুক্কুর মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানা অফিসার মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, তার পরিবার হাসপাতাল থেকে মরদেহটি বাড়িতে নিয়ে যায়। তার বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.