11:19 PM, 12 November, 2025

গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

inbound1698912649310987357

ধর্ষণের অভিযুক্তদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ও বহিরাগতদের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ব‌শেমুর‌বিপ্রবি‌) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১০টায় সংবাদ স‌ম্মেলন ক‌রে আন্দোল‌নের নতুন কর্মসূ‌চি ঘোষণা ক‌রেন আই আর বিভা‌গের তৃতীয় ব‌র্ষের শিক্ষার্থী অন‌ন‌্যা রহমান।

অন‌ন‌্যা রহমান বলেন, ‘দুপুর ১২টার দিকে বিদেশি শিক্ষার্থীদের মানববন্ধন অনু‌ষ্ঠিত হবে, বিকেল সাড়ে ৪টায় মুখে কালো কাপড় ও হাত বেধে প্রতিবাদ জানা‌নো হবে এবং সন্ধ্যা ৭টায় ধর্ষকদের কুশপুত্তলিকা পোড়ানো হবে।’

এ‌দি‌কে আজ সোমবার সকাল থে‌কে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাস‌নিক ভব‌নের সাম‌নে অবস্থান গ্রহণ ক‌রে শ্লোগা‌নে শ্লোগা‌নে প্রক‌ম্পিত ক‌রে রে‌খেছে পু‌রো ক‌্যাম্পাস।

1 thought on “গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *