সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক যুবলীগ নেতা

লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা সুমন মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি চার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জের চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর জজকোর্ট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত সুমন মাঝি নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশ।
দুপুরে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন।
অভিযুক্ত সুমন তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও চরমটুয়া গ্রামের মৃত মন্তাজ মাঝির ছেলে। সে লক্ষ্মীপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের ভাই।
পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রতিবন্ধী ভাই ও ছেলেকে নিয়ে রাতে ঘরে একা ছিলেন তিনি। ঘটনার সময় সিঁধ কেটে পাঁচজন ঘরে ঢোকে। একপর্যায়ে ওই পাঁচজন তাকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে আহত অবস্থায় গৃহবধূকে রেখে তারা পালিয়ে যায়৷
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
পলাশ কান্তি নাথ আরও বলেন, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.info/ru-UA/register-person?ref=OMM3XK51