কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর

কিশোর গ্যাং এর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে থাকলেও নিয়ন্ত্রণে আসছে না তাদের অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে বিভিন্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করছে তারা।
এরই ধারাবাহিকতায় মাদক সেবনকে কেন্দ্র করে গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে মাছ ব্যবসায়ী জাহিদ হাসানকে পিটিয়ে ও চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের অভিযুক্তরা।
ভুক্তভোগির পরিবার থেকে থানায় মামলা করা হলে তদন্তে নামে র্যাব। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রধান আসামি ইমরানসহ চারজনকে গ্রেফতার করা হয়।
রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক ও মাদক সহ একাধিক মামলা রয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. http://7221643.cryptostarthome.com
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your article helped me a lot, is there any more related content? Thanks! 注册Binance