পারভেজ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপেজলার খাজুরা গ্রামের রেনুকা খাতুনের সাথে মোবাইল ফোনে প্রতারণার মাধ্যমে নগদ টাকা ও স্বর্ণালাংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জ্বীনের বাদশা চক্রের ৪ সদস্যকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ।
ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম।
সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোঃ আনোয়ার হোসেন।
গ্রেতারকৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মিন্টু পদ্দারের ছেলে রায়হান হোসেন (২৫) ও তুহিন হোসেন (২০), একই গ্রামের আজল হকের ছেলে জিয়াউর রহমান (২২) ও শাকপালা গ্রামের নারায়ন দাসের ছেলে মিলন দাস (৩৫)।
ঝিনাইদহের পুলিশ সুপার জনাব, মুনতাসিরুল ইসলাম জানান, ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের এক নারীকে ৭ কলসি স্বর্ণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গত বছরের ৩ ডিসেম্বর থেকে গত ৩ মাস যাবত ওই নারীর কাছ থেকে ৪ ভরি স্বর্ণালংকারসহ ৬ লাখ টাকা হাতিয়ে নেয় ওই চক্র।
প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারী গত ২৫ শে ফেব্রুয়ারী ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল বিকাশ ও নগদ একাউন্টের সুত্র ধরে প্রতারকদের চিহ্নিত করে।
পরে অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গম এলাকা থেকে রায়হা
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম