বাগেরহাটের কচুয়ায় স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণের

বাগেরহাটে স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চার বখাটের বিরুদ্ধে। ভুক্তভোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। পুলিশ বলছে, অপরাধীদের ধরতে চলছে অভিযান।
নির্যাতিতা কিশোরী কচুয়া উপজেলার মসনি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী বলেন, বুধবার বাবা-মা আমার বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার গভীর রাতে এজাজুল মোল্লা, সোহেল শেখ, টিপু শেখ ও সজিব মোল্লা কৌশলে আমাদের ঘরে প্রবেশ করে। পরে তারা আমার গলায় ছুরি ধরে এবং দড়ি দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেছে।
তাদের অত্যাচারে আমি জ্ঞান হারিয়ে ফেলি। ভিকটিমের মা বাবা বলেন, আমার মেয়ের এই অবস্থা যারা করেছে তারা যেন কঠোর শাস্তি পায়। ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক ও নার্স। চিকিৎসক ডা. মো. মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা ভিকটিমের জন্য সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছি।
ধর্ষণে অভিযুক্ত এজাজুল মোল্লা (২২) কলমিবুনিয়া গ্রামের কাদের মোল্লার ছেলে, সোহেল শেখ (২২) একই গ্রামের আজাহার শেখের ছেলে, টিপু শেখ (২৫) একই গ্রামের ইউসুফ শেখের ছেলে এবং সজিব মোল্লা (২৫) একই গ্রামের বারেক মোল্লার ছেলে। অভিযুক্তরা এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
পুলিশ বলছে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, আমরা আশা করছি, দ্রুত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব। জড়িত চার বখাটকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
