4:50 AM, 13 November, 2025

কুপ্রস্তাবে মা রাজী না হওয়ায় সন্তানকে হত্যা

273700032_1821134624762603_3472770375446344369_n

কুপ্রস্তাবে মা রাজি না হওয়ায় চার বছর বয়সী শিশু নদীকে শ্বাসরোধে হত্যা করে ভাড়াটিয়া মালিকের ছেলে সোহেল- এমন অভিযোগ এনে শিশু নদীর বাবা অটোচালক জাকির হোসেন বুধবার রাতে সোহেলকে আসামি করে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বুধবার গভীর রাতে পৌর শহরের পলতাকান্দা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কচুক্ষেত থেকে পুলিশ নদীর লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক রিপোর্ট তৈরি করে বুধবার ভোরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে গতকাল (২৪ ফেব্রুয়ারি) তার লাশ দাফন করা হয়।

পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা, কুপ্রস্তাব দিয়ে নদীর মায়ের কাছ থেকে সাড়া না পাওয়ার ক্ষোভ থেকে তিনি শিশুটিকে নির্মমভাবে হত্যা করেন। অভিযুক্ত সোহেল পৌর শহরের পলতাকান্দা এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে। তাঁর ভাই সুমন মিয়া পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সোহেলও মাদক কারবার এবং সেবনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *