11:10 PM, 12 November, 2025

সাংবাদিকের ছদ্মবেশ, ১৭ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

inbound1363911702188024547

মো: অলিউর রহমান লিমন, ঢাকা( বিভাগীয়) প্রতিনিধিঃ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর সাংবাদিক পরিচয়ে ছদ্মবেশে থাকার পর অবশেষে তাকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, আশরাফ কামাল নারায়ণগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হত্যার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আশুলিয়ায় এসে সাংবাদিকের ছদ্মবেশ ধারণ করেন। একই সঙ্গে তিনি আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে নিজের পরিচয় দিতেন।

শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে শিশুপুত্রের সামনেই স্ত্রী সানজিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন আশরাফ হোসেন। ঘটনা গোপন করার উদ্দেশ্যে সানজিদার গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে সেটা আত্মহত্যা নামে প্রচার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়।ঘটনাটির বিষয়ে সন্দেহ হলে আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ১২ দিন পর সে তার শ্বশুরের সহায়তায় জামিন পায়। জামিন পাওয়ার পরপরই হঠাৎ করে এক দিন সে আত্মগোপনে চলে যায়। এরপর সে আর কখনো তার স্থায়ী ঠিকানা নোয়াখালী ও কর্মস্থল, নিজ সন্তান ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেনি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, হত্যার পর থেকে পলাতক থাকা আশরাফ হোসেন পরবর্তীতে আশুলিয়ায় এসে ২০০৬ সালে সাপ্তাহিক মহানগর বার্তার সহকারী সম্পাদক হিসেবে যোগ দিয়ে সাংবাদিকের ছদ্মবেশ ধারণ করে। ২০০৯ সালে আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেন এবং ২০১৩-১৪ মেয়াদে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে জয়লাভ করেন।

এছাড়া, ২০২০ সালে দৈনিক সময়ের বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। সর্বশেষ তিনি ২০২১-২২ মেয়াদে আশুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে হেরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *