
দেবীগঞ্জ পৌর শহরের আলোচিত মাদক ব্যাবসায়ী নাসির শেখ (৩৮) কে গতকাল শনিবার রাতে ১০০ পিস নেশা জাতীয় ইন্ডিয়ান টেপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে পুলিশে দেয় জনতা।জানাযায়, দেবীগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্টানে এই নিষিদ্ধ ট্যাবলেট সহ রাত ৮ টায় তাকে হাতেনাতে ধরে ফেলে সাধারন মানুষ। পরে মাদক ব্যাবসায়ী নাসিরকে তার আটককৃত মটরসাইকেল সহ দেবীগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
দেবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেল, আটককৃত নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। আসামিকে কোর্টে চালান দেওয়ার প্রস্তুতি চলছে। আটককৃত নাসির পৌরশহরের মৃত সোহরাব শেখ এর পুত্র। তার দেবীগঞ্জ বাজারে নাসির র্ফামেসী নামে ওষুধের দোকান রয়েছে।
এই বিষয়ে বি,সি,ডি,এস দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং মেসার্স আলম র্ফামেসীর সত্বাধীকারী মাহে আলম জানান, নাসির তাদের সমিতির সদস্য নয়। তিনি আরো বলেন,তার কাছে পাওয়া টেপেন্টাডল ট্যাবলেট আমদানী নিষিদ্ধ এবং নেশা জাতীয় ওষুধ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম