গাইবান্ধায় ডিবির অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়িকে ফেন্সিডিলসহ গ্রেফতার

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল ফেন্সিডিল সহ দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলার মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশ অনুযায়ী গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবির) একটি টিম গোপন সংবাদ এর ভিত্তিতে গাইবান্ধা পৌরসভাস্থ স্টেডিয়াম এলাকায় অভিযান করে চিহ্নিত দুই মাদক ব্যাবসায়ী ১।জাকিউল আলম@ইমন(৩৮) ও ২। সুমন (৩৫) কে ছয় বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
