ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা অব্যাহত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় জরিমানা অব্যাহত রয়েছে। গত শুক্রবার ও আজ শনিবার এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ।
এ সময় সদর উপজেলার ছোট খোচাবাড়ি, জগন্নাথপুর ইউপি’র বড় খোচাবাড়ী, দানারহাট এলাকায় বিধি নিষেধ প্রতিপালনের বিষয়টি তদারকি করেন সদর ইউএনও।
নির্দেশ অমান্য করে বাইরে বের হওয়া, জরুরী সেবা ব্যতিত দোকান খোলা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক ছাড়া বের হওয়ার জন্য কয়েকটি দোকান ও ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন। অপরদিকে পৌর শহরের বিভিন্ন স্থানে বিধি নিষেধ অমান্য করে দোকান প্রতিষ্ঠান খোলায় অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ। এ সময় বঙ্গবন্ধু সড়কের ভাই ভাই হার্ডওয়্যার ও পাশ্ববর্তী হার্ডওয়্যার দোকানে অর্থদন্ড প্রদান করেন তিনি।
অন্যদিকে সদর উপজেলার দেবীপুর মুন্সিরহাট বাজার, ভুল্লি বাজার ও পৌর শহরের বিভিন্ন স্থানে বিধি নিষেধ মানার বিষয়টি মনিটরিং করেন তিনি। নির্দেশ অমান্য করে কাপড়ের দোকান খুলে ব্যবসা পরিচালনা করায় ২ জন ও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়ায় ৪ জনকে অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
