মুরাদনগরে পীরের লাশ ভেবে মহিলার লাশ চুরি করে মাজার স্থাপনের চেষ্টা

সফিকুল ইসলাম,
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে রাতের আধারে লাশ চুরি করে মাজার স্থাপন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ২৯শে এপ্রিল সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের আলীরচর গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দুইমাস আগে মারা যাওয়া আলীরচর গ্রামের কামাল মিয়ার লাশ ভেবে কতিপয় ব্যক্তিরা পাশের কবর থেকে একই গ্রামের আরুজা বেগম নামের মহিলার লাশ তুলে নিয়ে মাজার স্থাপনের জন্য অন্যত্র মাটিচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ফেব্রুয়ারী মাসে আলীরচর গ্রামের দক্ষিনপাড়ার মৃত আনু মিয়ার ছেলে কামাল মিয়া (৫৫) স্বাভাবিক ভাবে মৃত্যুবরন করেন। তিনি জীবিত থাকাকালীন বিভিন্ন ব্যক্তিকে রোগ সারানোর জন্য পানিপড়া,তাবিজ,লালসুতা ইত্যাদি দিতেন। তবে তিনি মারা যাওয়ার পর তার কিছু ভক্ত মাজার করার জন্য তার লাশকে কবরস্থান ব্যাতীত অন্যস্থানে কবর দিয়ে মাজার করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। কিন্তু এলাকাবাসীর চাপে তাদের মাজার স্থাপন করা সম্ভব হয় নি। তাই ঐ ক্ষোভ থেকে গত ২৯শে এপ্রিল দিবাগত রাতে একই এলাকার বাচ্চু, জামাল, সত্তর, জলিলসহ আরো লোকজন মিলে অন্যত্র মাজার স্থাপনের জন্য কবরস্থান থেকে কামাল মিয়া লাশ ভেবে পাশের কবর থেকে গত বছরের নভেম্বর মাসে মারা যাওয়া একই এলাকার মৃত সরাফত আলীর স্ত্রী আরুজা বেগমের লাশ তুলে নিয়ে মাজার স্থাপনের জন্য অন্যত্র মাটিচাপা দেওয়া হয়। পর দিন সকালে এলাকাবাসী কবরস্থান থেকে লাশ গায়েব হওয়া ও নতুন কবর স্থাপন করার বিষয়ে ক্ষোভে ফেটে পড়েন।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এই এলাকায় আগে কোন মাজার ছিল না। গত কিছুদিন আগে রাতারাতি মাজার স্থাপন করা তাও আবার অন্য মানুষের লাশ কবর থেকে তুলে এনে, এটা ভন্ডামী ছাড়া আর কিছুই না। এই ভন্ডপীরের মাজার থেকে যেন কোন ভন্ডামী বা অশ্লীলতা সৃষ্টি হতে না পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ভন্ড মাজারকে উচ্ছেদ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
আলীরচর গ্রামের ওয়ার্ড মেম্বার আব্দুল বারিক মিয়া বলেন, ঘটনাটির বিস্তারিত আমি শুনেছি। আমি তাদের বলেছি তারা যেন ঐ মহিলার লাশটা পূর্বের জায়গায় কবর দিয়ে আসে। তারপরও যদি না হয় তাহলে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করব।
