4:50 AM, 13 November, 2025

মাদ্রাসা ছাত্রী নুশরাত হত্যাকান্ডের কঠিন শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

Gaibandha PHOTO-01

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান রাফির হত্যারকান্ডের বিচার ও দায়িদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে আজ ৩০ এপ্রিল মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। টিআইবি ও সনাক এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস ছাড়াও এনজিও প্রতিনিধি, সুশিল সমাজ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক গোবিন্দলাল দাস, মোহাম্মদ আলী, মোঃ জিয়াউল হক কামাল, আফরোজা লুনা, সেলিনা সুলতানা বিথী, শর্মিলী খাতুন, সম্পা রাণী দেব, মোঃ মোরশেদ আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফিসহ দেশের যে সকল নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তাদের হত্যাকান্ডে জড়িত দলমত নির্বিশেষে দায়ীদের দ্রততম সময়ের মধ্যে, আইনের কঠোরতম আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, দ্রুত বিচার আদালতে নুসরাত হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত করাসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আইন প্রয়োগকারী সংস্থার একাংশের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করাও দাবি জানান।