3:24 AM, 13 November, 2025

পলাশবাড়ীতে রাস্তা পাকাকরণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ঠিকাদার কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

manobbondhon 29-4-19 palashbari

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে রাস্তা পাকাকরণ কাজে নিম্ন মানের ইট, বালু ও রাবিশ ব্যবহার করাসহ সাইদুর ও ছাইদারকে ঠিকাদার কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে ২৯ এপ্রিল সোমবার সকালে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সদর ইউনিয়নের হিজলগাড়ী মৌজার সাহেব মিয়ার বাড়ী হইতে নজিমুদ্দিনের ব্রীজ পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজে নিম্নমানের ইট, বালু রাবিশ ব্যবহারসহ সাইদুল ও ছাইদারকে ঠিকাদার কর্তৃক হুমকির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাইদুল, ছাইদার, সাহারুল, হাফিজার ও বাবলু প্রমুখ। রাস্তা পাকাকরণ কাজে নি¤œমানের ইট, বালু ও রাবিশ ব্যবহারে এলাকাবাসী প্রতিবাদ করলে সাব-ঠিকাদার মিঠু মিয়া কর্তৃক সাইদুল ও ছাইদারকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
উল্লেখ্য, উপজেলার হিজলগাড়ী মৌজার সাহেব মিয়ার বাড়ী হইতে নজিমুদ্দিনের ব্রীজ পর্যন্ত ১২৯০ মিটার রাস্তা ৯৫ লাখ টাকা ব্যয়ে কাজ সম্পন্ন হচ্ছে। সাব-ঠিকাদার হিসেবে কাজটি সম্পাদন করছেন মিঠু মিয়া। এলাকার সচেতন মহল উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেনকে মৌখিকভাবে অভিযোগ করলেও কোন প্রতিকার পায়নি। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে কয়েকজন জেলা প্রশাসক বরাবরসহ সংশ্লিষ্ট বিভাগে একটি অভিযোগ দাখিল করেছেন।