5:02 AM, 13 November, 2025

পলাশবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

palashbari 13

গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদক মুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে ১৩ মে বুধবার পলাশবাড়ী থানার এসআই সঞ্জয়ের নেতৃত্বে একটি টিম পৌর এলাকার গৃধারীপুরের চেয়ারম্যানপাড়ায়  এক অভিযানে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে। এ বিষয়ে এআই সঞ্জয় সাহা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হলো  ১। নুর আলম (৩৫) পৌর এলাকার গৃধারীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ২। ফারুক আকন্দ (৩১) ।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,গ্রেফতারের পরবর্তীতে তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মাদক মামলায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *