8:00 AM, 13 November, 2025

যশোরের শার্শায় অস্ত্রসহ  দুই সন্ত্রাসী  আটক

FB_IMG_1556452597496
শাহারিয়ার হুসাইন :  যশোরের শার্শার নাভারন বুরুজবাগান সরকারী হাসপাতালের সামনে হামিদের চায়ের দোকানের সামনে থেকে  অস্ত্র সহ দুই সন্ত্রাসীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
রবিবার(২৮-০৪-১৯)  ভোর সাড়ে চারটার দিকে এস,আই হাসান আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে বায়সা চান্দেরপোলের আব্দুস সামাদের পুত্র ইয়ানুর রহমান (২৫) ও রাজার ডুমুরিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মোহর আলী(৩২) কে ০১ টি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড গুলি, ০১ টি লোহা কার্টার এবং ০১টি রামদাসহ সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করা অবস্থায় গ্রেফতার করা হয়।
 এ সংক্রান্তে বিষয়ে শার্শা থানার মামলা করা হয়েছে মামলা নং ২৮
শার্শা থানার এস আই হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের অস্ত্র আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।