9:44 AM, 13 November, 2025

সাদুল্যাপুরের ঢোলভাংগা বাজারে টোল আদায় কে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ৫ : মামলা দায়ের

news dolvanga-1

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের ঢোলভাঙ্গা বাজারে ব্যাক্তি মালিকানা জায়গার টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদার গং-দের হামলায় পিতাপুত্র ব্যাবসায়ীসহ কমপক্ষে ২ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে,ঢোলভাঙ্গা হাট ও বাজার সংলগ্ন ঢোলভাঙ্গা – সাদুল্যাপুর রাস্তা সংলগ্ন ব্যাক্তি মালিকানাধীন একটি জায়গা ভাড়া নিয়ে মুড়ি ও চিড়ার মিল স্থাপন করে ব্যাবসা পরিচালনা করে আসছে ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের বাবলু মিয়া। শনিবার সন্ধায় উক্ত মিলে মুড়ি ক্রয় করতে আসা খরিদ্দারের নিকট মন প্রতি ৫০ টাকা ইজারা দাবি করে টোল আদায়কারী (কালেক্টর) বদি ও নুরুজ্জামান গং-রা।
এসময় ব্যাবসায়ী স্বপন মিয়া মন প্রতি ৫০ টাকা ইজারা প্রদানে অস্বীকৃতি জানালে হাট ইজারাদার রুবেলের নির্দেশে কালেক্টর বদি ও নুরুজ্জামান গং-রা ব্যবসায়ী স্বপনের উপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে পিতা বাবলু এগিয়ে এলে সংঘবদ্ধরা পিতাপুত্রকে গুরুতর জখম করে। মারের হাত থেকে রেহাই পায়নি কর্মচারী আপেল,শাওন ও মেহেরুন। এ খবর শুনে বাসা থেকে স্বপনের মা ছুটে এলে তাকেও মারধর করা হয়। এ সময় সংঘবদ্ধরা মিলে ব্যাপক ভাংচুর এবং লুটপাট চালায়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠানটি হাটের বাহিরে হওয়ার পরে ও ইজারাদার স্থানীয় প্রভাব বিস্তার করে গায়ের জোড়ে অবৈধভাবে ইজারার টাকা বেশি চায়।এ সময় উভয়ের পক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে ইজারাদার রুবেল গং-রা ব্যবসায়ী স্বপন ও বাবলুর উপর হামলা চালায় ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে ক্যাশ হতে নগদ অর্থসহ মালামাল লুটপাট করে। এদের মধ্যে পিতা পুত্র স্বপন ও বাবলুর অবস্থা গুরুতর হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সাদুল্যাপুর থানা পুলিশের এ এস আই নাজমুল ও সঙ্গীয় ফোর্স উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, এ ঘটনায় আহতরা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগের ভিক্তিতে মামলা দায়ের হয়েছে । স্থানীয় সূত্রে আরো জানা যায় এ ঘটনা কে কেন্দ্র করে ওই এলাকায় ব্যবসায়িদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংঙ্কা রয়েছে।