1:58 AM, 13 November, 2025

নড়াইলে লকডাউন ভেঙে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

narail

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে, তবে এরমধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংষর্ঘে জড়িয়ে পরে দুই পক্ষ। এতে অন্তত ১২জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনিরুল ইসলাম ভুলু সমর্থিত গ্রুপের সাথে সাবেক ইউপি সদস্য টিপু সুলতান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। তার জের ধরেই রবিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আকবর মোল্যা, মজিদ মোল্যা, শিমুল মোল্যা, হাবিল শেখ, জিল্লু মোল্যা, আনোয়ার মোল্যা, ইসলাম শেখ, জিল্লু খান, নান্নু শেখ, জাকির, রাসেল, মামুন শেখ আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করার পর গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *