12:30 AM, 13 November, 2025

বগুড়ার গাবতলীতে লতা-পাতা দিয়ে লুকানো ছিলো ত্রাণের চাল, ৬২ বস্তা উদ্ধার

bogura_2

বগুড়ার গাবতলীতে ৬২ বস্তা সরকারি চালসহ স্থানীয় এক যুবলীগ নেতার দুই সহযোগী রুবেল (২৮) ও নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মগরাপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রুবেল ও নজরুল উজগ্রামের সালেক উদ্দিন এবং মৃত মইন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রুবেল ও নজরুল জানিয়েছে- চালগুলো দক্ষিণপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর। তিনি ওই চালগুলো তাদেরকে রাখতে দিয়েছেন। তবে ঘটনার পর থেকে যুবলীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জু পলাতক রয়েছেন।

গাবতলী থানার উপ-পরিদর্শক সুজাউদ্দৌলা জানান, দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মগরাপাড়ায় এক বাড়িতে সরকারি চাল মজুদ করা হয়েছে বলে তাদের কাছে খবর ছিল। গোপনে প্রাপ্ত ওই খবরের সূত্র ধরে তারা ১৪ এপ্রিল রাত ১১টার দিকে ওই গ্রামে প্রথমে মাহফুজার রহমান নামে এক ব্যক্তির বাড়িতে যান। সেখানে ৩২ বস্তা চালসহ রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে নজরুল ইসলাম নামে অপর এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির সীমানায় গাছের লতা-পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় আরও ২৯ বস্তা চালসহ তাকেও গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশের সঙ্গে থাকা দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছাইফুল জানান, ‘যে চালগুলো জব্দ করা হয়েছে সেগুলো যুবলীগের দক্ষিণপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর কেনা চাল। তিনি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরের ওই চালগুলো কিনেছেন বলে আমি শুনেছি।’

গাবতলী থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক যুবলীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জুকে আসামি করা হবে কি’না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *