1:58 AM, 13 November, 2025

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

madok gobindhogonj

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ি মানিক গ্রেফতার হয়েছে।আজ ২৬ এপ্রিল বিকালে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুলের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভাস্থ খলসি এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১।মানিক(২৮) কে ২৫০ পিস ইয়াবা সহ আটক করে। এ সময় তার সংগে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১।মানিক(২৮) গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ারিয়া গ্রামের আহছান মিয়া ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৭৫ হাজার টাকা। মাদক ব্যবসায়ি মানিক এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুইটি মাদক মামলা রয়েছে। মানিক পেশাদার মাদক ব্যবসায়ী। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।