আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুলাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিজের করা অভিযোগে ফেঁসে গেলেন বাদী। অবশেষে বাদী বিবাদী উভয়ে জেল হাজতে। অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ২৪ এপ্রিল মোবাইল ফোনের সূত্র ধরে রংপুর পীরগঞ্জের চতরা ইউনিয়নের চতরা ঘোনাপাড়া গ্রামের ইব্রাহিম আলীর পুত্র তারিকুল ইসলাম(৩৫) প্রেমিকা হাসান পাড়া গ্রামের মিজানের স্ত্রী শিউলি বেগম এর সাথে দেখা করতে আসে। প্রেমিকা তার নিজের বাড়িতে দেখা না করে শরিফুলের সহযোগিতায় নিজ পাড়া গ্রামের জৈনিক ব্যক্তির বাড়িতে সাক্ষাৎ করে।সেখানে তার কাছে থাকা টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয় শিউলী বেগম ও তার সহযোগীরা বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ অভিযোগের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান ও এ এস আই ইকরামুল ইসলাম ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা পায়।এসময় আলাপ কালে বিবাদী বলেন,দোষ কি একা হামার ? হামি ডাকলাম আর ওমরা আসলো।
সেই অনুযায়ী পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী এবং অভিযুক্ত শিউলিকে আটক করে। পরে আটকৃতদের ২৫ এপ্রিল রাত্রি ৯টার দিকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে সাদুল্যাপুর থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় শুক্রবার অভিযুক্ত শিউলি এবং অভিযোগকারী তারিকুল ইসলামের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পূর্বক উভয়কে জেলহাজতে প্রেরণ করা হয় বলে সাদুল্যাপুর থানার ওসি আরশেদুল হক সাংবাদিকদের নিশ্চিত করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম