3:23 AM, 13 November, 2025

৫ শত পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ গোবিন্দগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ি মেহেদুল পুলিশের হাতে গ্রেফতার

fencidil eyaba 26

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ও ৩ বোতল ফেনসিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদুল(২৮) কে গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৫ এপ্রিল বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই নাজমুল, এসআই হাবিব, এসআই শফিক ও পিএসআই আজাদের নেতৃত্ব একটি টিম গোবিন্দগঞ্জ পৌরসভাধীন জংগলমারা এলাকা হতে দীর্ঘদিনের চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদুল(২৮) কে আটক পূর্বক তার শরীর তল­াশি করে ৩ বোতল ফেনসিডিল এবং তার দেখানো মতে তার বাড়ির পিছনের লিচু বাগানের মাটির নিচ হতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদুল(২৮) গোবিন্দগঞ্জ উপজেলার জংগলমারা গ্রামের নুরুল ইসলাম @ চেংটু এর ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ১লক্ষ ৫১ হাজার ৫ শত টাকা। গ্রেফতারকৃত মেহেদুলের পুর্বেও আরোও ৪ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।