12:31 AM, 13 November, 2025

মুরাদনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

Muradnagar Cumilla-20-03-20 pc
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম রুমা আক্তার (২৬)।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামের মৃত খুরশেদ মিয়ার মেয়ে।
ঘতক স্বামী বশির মোল্লা (৩০) উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুমা আক্তার ও তার ১১ মাসের ছেলে রবিউল ইসলাম গত কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাচ্চার ঔষধ কেনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায় বশির মোল্লা তার স্ত্রী রুমা আক্তার কে মারধর করে। এ ঘটনার পর সকাল সাড়ে ৯টার দিকে বশির স্থানীয় পল্লিচিকিৎসক নিয়ে আসলে ওই চিকিৎসক রুমা আক্তার কে মৃত ঘোষনা করেন। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, পারিবারিক কলহের জের ধরেই খুনের ঘটনা ঘটতে পারে। ঘতক স্বামী বশির মোল্লাকে আটকসহ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ও ঘতক স্বামী বশিরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *