11:18 AM, 13 November, 2025

গোবিন্দগঞ্জে কবর হতে মৃতদেহ তুলে পালানোর সময় আটক ১

lash uttaolon news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে কবর হতে মৃতদেহ তুলে পালানোর সময় হাতে নাতে স্থানীয়দের হাতে আটকের পর অবশেষে শ্রীঘরে । আজ ৮ মার্চ রবিবার ভোর অনুমানিক সাড়ে সাড়ে ৪ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউপির চেয়ারগ্রামে কবরস্থান হতে গত ১০ ফেব্রয়ারী মৃত আলহাজ্ব ছফের উদ্দিনের কবর খুঁড়ে মৃতদেহ ভ্যানে করে নিয়ে পালানোর সময় দামোদরপুর জামে মসজিদের সামনে এলাকাবাসী আসামি খালেকুর রহমান (২৮)কে আটক করে। এরপর থানা পুলিশের নিকট খবর দিলে থানা পুলিশের এসআই আরিফ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামি কে হেফাজতে নিয়ে ও উত্তোলনকৃত  মৃত ব্যক্তির আত্মীয়- স্বজন এবং এলাকাবাসী মিলে মৃতদেহটি পুনরায় কবরস্থ করে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,প্রাথমিকভাবে পুলিশের পক্ষ হতে ধারনা করা হচ্ছে এই আসামি খালেকুর ফকিরালী জাতীয় কোন কাজের উদ্দেশ্য গলিত মৃতদেহের কোন অংশ নেয়ার জন্য এই অমানবিক কাজ করছিলো। এই আসামি ইতিপূর্বে বৌকে হত্যার চেষ্টা মামলার আসামি হিসাবে কোর্টে প্রেরণ করা হয়েছিলো। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।