5:20 AM, 13 November, 2025

পলাশবাড়ীতে যুব উন্নয়ন অফিসে ঢুকে অফিস সহকারিকে মারধর করলো আওয়ামীলীগ নেতা

jub 1

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা চত্বরে উপজেলা যুব উন্নয়ন অফিসে ১ মার্চ রবিবার দুপুরে যুব উন্নয়ন অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর সেলিম কে লাঞ্চিত করে ও কিল ঘুষি মারে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব প্রধান।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ যুব উন্নয়ন অফিসে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সুবিধাভোগী ১০৩৩ নং রোলধারী ব্যক্তি সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা হওয়া বিল বেতন আটকে দেওয়া কে কেন্দ্র করে সেলিমের সাথে প্রথমে বাকবিকাদন্দা ও পরে কিলঘুষি মারেন মাহবুব প্রধান।

ঘটনার পর অফিসে তালা লাগিয়ে প্রতিবাদ করে উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তারা। এসময় হতে যুব উন্নয়ন অফিসে দিনব্যাপী কার্যক্রম বন্ধ থাকে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট বিষয়টি জানায় ভুক্তভোগী অফিস সহকারি কাম কম্পিউার অপারেটর সেলিম। সেলিম সংশ্লিষ্টদের নিকট বিচার প্রার্থী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের মুখোপেখি হয়ে আছেন ।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব প্রধান জানায়, সেলিমের সাথে তার কোন কিছুই হয়নি। বিষয়টি সঠিক নয় এখানে রাজনীতির মধ্যে রাজনীতিতে চলছে।

সরকারি অফিসে ঢুকে সরকারি কর্মকর্তাদের লাঞ্চিত ও মারধর ঘটনাটি জানাজানি হলে সবস্তরের মানুষের মনে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। সর্বসাধারন ও সচেন মানুষ ঘটনাটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি বলে নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান।

উল্লেখ্য,উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আন্দুয়া গ্রাম যা বর্তমানে নবগঠিত পৌরসভার আওতায় এ গ্রামের আব্দুস সাত্তার মোজার ছেলে মাহবুব প্রধান কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। যিনি অল্প সময়ে সম্পদশালী হয়ে জিরো থেকে হিরো হয়েছেন। এ বিষয়ের পরবর্তীতে থাকছে বিশেষ প্রতিবেদন।