11:27 AM, 13 November, 2025

পলাশবাড়ীতে ৪ ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

etvata 1

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

আমাদের পত্রিকায় সংবাদ প্রকাশের পর গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের নির্দেশে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে চার ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেইসঙ্গে আগুন নিভাতে ইটভাটাগুলোতে পানি ছিটায় ফায়ার সার্ভিস কর্মীরা।

আজ ২৫ ফেব্রয়ারী দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া ব্রিজ সংলগ্ন নজেল হোসেনের এমএম ব্রিকস ও এমসিবি ব্রিকসকে দেড় লাখ করে তিন লাখ টাকা এবং একই ইউনিয়নের আমলাগাছী গ্রামের ছাদেক হোসেনের হাজী ব্রিকস ও এসওবি ব্রিকসকে দুই লাখ করে চার টাকা জরিমানা আদায় করা হয়। সঙ্গে আগুন নিভাতে ইটভাটাগুলোতে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, উপজেলায় ২ টি ইটভাটার বৈধ কাগজ পত্র থাকলেও মোট ৪৩ টি ইটভাটা চলমান রয়েছে। এছাড়া গত ৫ ফেব্রুয়ারী পলাশবাড়ী উপজেলায় পাঁচটি ইটভাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ লাখ টাকা জরিমানা আদায়সহ আগুন নিভিয়ে ভাটা বন্ধ করে দেন। সেগুলো হলো, ভগবর্তীপুর এলাকার এস এস ব্রিকস, নারায়ণপুরে এম এস ব্রিকস, হিজলগাড়ী এলাকার এম এম ব্রিকস, পশ্চিম গোপিনাথপুরে এমএম ব্রিকস ও এমএসএম ব্রিকস । যদিও এসব ইটভাটা আবারো চলমান রয়েছে। এ পর্য়ন্ত জেলায় ১৫০ টি অবৈধ ইটভাটার মোট ১৪ টি ইটভাটায় অভিয়ান পরিচালনা করে জরিমানা আদায় ও পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হলো।