প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৮:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২০, ১:৩৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই। ঠাকুরগাঁওয়ে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার চিলারং ইউনিয়নে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান এলাকায় এ ঘটনা ঘটে। আহত গরু ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে কালু সদর উপজেলার রায়পুর ইউনিয়নের তেলীপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এ খবর নিশ্চত করে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনার মূল রহস্য কি। আমরা সঠিক তথ্য নিশ্চিতে কাজ করছি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম