3:46 AM, 13 November, 2025

বাটনে চাপ দিয়ে ভোট দিয়ে দিলো পাশে থাকা ব্যক্তিটি

jaliaty vote

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র থেকে বের হয়েই চিৎকার শুরু করলেন এক ব্যক্তি। আর এই দৃশ্য দেখে মুহূর্তেই আশপাশের মানুষে জড়ো হয়ে গেল।

জানা গেছে, দুপুরের দিকে ভোট দিতে এসেছিলেন ওই ব্যক্তি। ভোট দেয়ার সব কাজ করেছেন, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আঙুলের ছাপও দিয়েছিলেন। তবে ভোট দেয়ার বাটনে চাপ দিতে পারেননি। পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বাটন চাপ দিয়ে তার ভোট দিয়ে দিয়েছেন।

এমন কাজে হতবাক হয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র শুরু হয় হইচই।

নাম পরিচয়ে অনিচ্ছুক ওই ব্যক্তির অভিযোগ, পাশে দাঁড়িয়ে থাকা একজন তার ভোট বাটন