‘ধানের শীষে’ ভোট দেয়ায় এক ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে। ১ ফেব্রুয়ারি, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মারধরকারীরা ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। তারা কার্জন হলের ভোটকেন্দ্রের কাছে অবস্থান নেয়। তারা ভোট দিয়ে ফেরত আসাদের ‘কাকে ভোট দিয়েছে’ জানতে চাচ্ছিলো।
সকাল সোয়া ১০টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী সেই ব্যক্তিকে ‘কাকে ভোট দিয়েছেন’ জিজ্ঞাস করে। তিনি উত্তরে ‘ধানের শীষ’ বললে ছাত্রলীগের কর্মীরা তাকে মারতে শুরু করে।
সেসময় আক্রমণকারীদের একজনকে বলতে শোনা যায়, ‘ওরে মার, ও বিএনপি করে।’
ওই ভোটারকে মারতে শুরু করলে তিনি দৌড়ে পালিয়ে যান। তাই সেই ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দেয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম