প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২০, ৮:৩২ পি.এম
ঠাকুরগাঁওয়ে কোদাল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করল ছেলে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০) তার একমাত্র ছেলে রাসেল রানার (২২) এর বিরুদ্ধে।কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সাইফুলের স্ত্রী জানিয়েছেন, রাসেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সামান্য কারণে রেগে গিয়ে যে কাউকে মারধর করত। ভোর রাতের কোনো একসময় সে তার বাবাকে কুপিয়ে হত্যা করে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, রাসেল মাদকাসক্ত বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। ঘটনার পর থেকে সে পলাতক। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম