12:35 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে কোদাল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করল ছেলে

Thakurgaon Baliadangi murder pic-1
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)  তার একমাত্র ছেলে রাসেল রানার (২২)  এর বিরুদ্ধে।কোদাল  দিয়ে  কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সাইফুলের স্ত্রী জানিয়েছেন, রাসেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সামান্য কারণে রেগে গিয়ে যে কাউকে মারধর করত। ভোর রাতের কোনো একসময় সে তার বাবাকে কুপিয়ে হত্যা করে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, রাসেল মাদকাসক্ত বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। ঘটনার পর থেকে সে পলাতক। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।