মুরাদনগরে প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা-ভাংচুর-লুটপাট

সফিকুল ইসলাম,
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে হাজী আবু হানিফ নামে এক সৌদি প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাখরনগর গ্রামে ওই প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা করা হয়। এ সময় নগদ অর্থসহ স্বর্নালংকার লুটে নেয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, বাখরনগর গ্রামের দক্ষিণ পাড়ায় দেলোয়ার হোসেন ও আবুল হোসেন গ্রুপের লোকজনের মাঝে পুকুরের মাটি কাটা নিয়ে বিরোধ সৃস্টি হয়। এ ঘটনায় উভয় গ্রুপের মাঝে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার আবুল হোসেন গ্রুপের এজহার নামীয় আসামী আল আমিনকে গ্রেফতার করে পুলিশ। এতে ক্ষুদ্ধ আবুল হোসেন গ্রুপের লোকজন দেলোয়ার গ্রুপের কাউকে না পেয়ে ঘটনার সাথে সংশ্লিস্ট নয় ওই প্রবাসীর বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় প্রবাসীর বৃদ্ধা মা এবং স্ত্রীর উপরও হামলা করা হয়। এতে এলাকায় চরম ক্ষোভের সৃস্টি হয়। স্থাানীয় লোকজন জানায়, প্রবাসী হাজী আবু হানিফের পরিবার কোন গ্রুপের সাথে জড়িত নয়, সেও দীর্ঘদিন যাবত সৌউদী আরবে আছেন। তার বাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দৃস্টান্ত মুলক শাস্তি দাবি করেন এলাকার লোকজন।
