সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মুরাদনগর উপজেলা যুবলীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য খায়রুল আলম সাধন (৫৩) কে হত্যা করে লাশ ফেলে রেখেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে তাহার লাশ উদ্ধার করে সদর দক্ষিন থানা পুলিশ। নিহত যুবলীগ নেতা উপজেলার ভূবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে। জানা যায়, খায়রুল আলম সাধন বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে মুরাদনগর আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সদর দক্ষিন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে, তার চোখেও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্তে আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম মাঠে রয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম