রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ব্যক্তিকে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে। তিনি তাকে ধর্ষক বলে সনাক্ত করেছেন।
সূত্র জানিয়েছে, সে বিমানবন্দর রেল স্টেশনের বগিতে থাকত। এছাড়া গ্রেফতার যুবকের কাছ থেকে ছাত্রীর মোবাইল ফোন, চার্জার ও ব্যাগ পাওয়া গেছে বলেও র্যাব সূত্রে জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) র্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, রাতে গাজীপুর থেকে ধর্ষককে আটক করা হয়েছে। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।
ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলেছেন, ‘পৃথিবীর সব মানুষের চেহারা ভুলতে পারি, কিন্তু ধর্ষকের চেহারা কখনো ভুলব না।’
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ওই ছাত্রীর বরাতে এসব কথা বলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম।
সারোয়ার বিন কাশেম জানান, ধর্ষককে গ্রেফতারের পর নিশ্চিত হওয়ার জন্য তার ছবি ওই ছাত্রীকে কিছুক্ষণ পর পর কয়েকবার দেখানো হয়। তার কাছে জানতে চাওয়া হয়, ছবির লোকই ধর্ষক কিনা। ছবি দেখে প্রতিবারই ওই ছাত্রী বলেছেন, ‘এই লোকই ধর্ষক’।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম