1:09 PM, 13 November, 2025

আমতলীতে গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আহত ৩

received_449818489264190
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা আমতলী উপজেলার ৬ নম্বর আমতলী ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামে গরুতে ধান খাওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ তিনজন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন- জসিম মৃধা,জুলহাস মৃধা এবং আলিফ মৃধা। আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, (১৫ নভেম্বর) রবিবার বিকাল তিনটার দিকে আমতলী উপজেলার নীলগঞ্জ গ্রামের জসিম মৃধার জমির ধান খেয়েছে বশির মোল্লার গরুতে। এরপর দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে, তারকিছুক্ষন পরেই জসিম মৃধার পরিবারের লোকজনের উপর হামলা চালায় বশির মোল্লার সন্ত্রাসী বাহিনী।
হামলা কৃতরা হলেন -নূর আলম মোল্লা, মিজানুর মোল্লা, বশির মোল্লা, জামাল মোল্লা, নাসির মোল্লা, মেহেদী মোল্লা, নাজমুল মোল্লা জাকির মোল্লা, মনোয়ার মোল্লা এবং ইউনুস মোল্লা।
এব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান,আমি ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।