কমলগঞ্জে বিদ্যালয়ের ভেতরে কোচিং, সাংবাদিক দেখে শিক্ষকের পলায়ন

হৃদয় ইসলাম,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে ও অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অসংখ্য কোচিং সেন্টারে চলছে জমজমাট শিক্ষা বাণিজ্য। এতে অভিভাবকরা বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পাশাপাশি গরিব ও অসহায় শিক্ষার্থীরা ওইসব কোচিং সেন্টারে কোচিং করতে না পেরে পরীক্ষায় ফলাফল ভালো করতে পারছে না বলে তাদের পড়ালেখায় বিপর্যয় ঘটছে।
সরজমিনে দেখা যায়, সরকারি নীতিমালায় বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট কোচিং পরিচালনা নিষিদ্ধ থাকার পরেও কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহের সামনেই বিদ্যালয়ের ক্লাসরুমে বিজ্ঞান বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান মাসুদ প্রাইভেট কোচিং করাচ্ছেন। এবং ধর্মীয় শিক্ষক শহিদুল ইসলাম খান সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ছাত্রদের ক্লাসরুমে রেখেই পেছনের জানালা দিয়ে পালিয়ে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহের যোগসাজসে বিদ্যালয়ের দুইটি ক্লাসরুমে দীর্ঘদিন থেকে প্রাইভেট কোচিং পরিচালনা করে আসছেন। কিছু শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না কিন্তু প্রাইভেট কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন। শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে তাদের নির্দিষ্ট কোচিং সেন্টারে সকাল-সন্ধ্যা কোচিং করতে বাধ্য করছেন। এসব কোচিং সেন্টারের শিক্ষকরা ‘শতভাগ পাশের নিশ্চয়তা’ দিয়ে জমজমাট ভাবে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আর শতভাগ পাশের নিশ্চয়তায় শিক্ষার্থীরাও আকৃষ্ট হচ্ছেন। তারা পরীক্ষায় ভালো ফলাফলের আশায় এসব কোচিং সেন্টারে বেশি টাকা দিয়ে হলেও ভর্তি হওয়ার অসম প্রতিযোগিতায় নামতে বাধ্য হচ্ছেন।
কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ এ বিষয়ে জানান, সরকারি নীতিমালায় বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট কোচিং পরিচালনা নিষিদ্ধ শোনার পর বিদ্যালয়ের সকল শিক্ষকদের কোচিং প্রাইভেট কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলে দিয়েছি। যে শিক্ষকরা গোপনে বিদ্যালয়ের ভেতরে ও বাইরে প্রাইভেট কোচিং পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীনের কাছে দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রাইভেট কোচিং এর বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান। লিখিত কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এ বিষয়ে জানান, নীতিমালা অনুযায়ী কোন শিক্ষকরা বিদ্যালয়ে প্রাইভেট কোচিং করাতে পারেন না। তারা প্রাইভেট কোচিং নীতিমালা লংঘন করেছে। তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
